আজ ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস
(আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী
দিবস)।
.
১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই
কারখানায় বিপজ্জনক ও অমানবিক
কর্মপরিবেশ, স্বল্প মজুরি এবং দৈনিক ১২
ঘণ্টা শ্রমের বিরুদ্ধে নারীশ্রমিকরা
প্রতিবাদ করেন। এরপর বিভিন্ন সময়ে ৮
মার্চে উল্লেখযোগ্য আরো ঘটনার
ধারাবাহিকতায় ১৯১০ সালে ডেনমার্কের
রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয়
আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী
সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক
আন্দোলনের নেতা ক্লারা জেটকিনের
প্রস্তাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী
দিবস ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল
থেকে এই দিনটিকে আন্তর্জাতিক নারী
দিবস পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের
বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়।
লেখকঃ Engr Atik
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)