বাংলাদেশে এখন আইপিএলের যে জনপ্রিয়তা তা দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের জন্যই। তাই এদেশের ক্রিকেটামোদীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম সান রাইজার্স হায়দরাবাদ। এই দুই দল যখন মুখোমুখি হয় তখন বাংলাদেশের দর্শকদের কাছে ম্যাচে জয়-পরাজয়ের চেয়ে সাকিব-মুস্তাফিজের পারফরম্যান্সই বড় বিষয় হয়ে যায়। গতকাল অ্যালিমিনেটরে কলকাতা-হায়দরাবাদ মুখোমুখি হওয়ার আগে দুই দলের গ্রুপ পর্বে দুবার দেখা হয়েছিল। অবশ্য দুবারই জয় পেয়েছে সাকিব আল হাসানের নাইট রাইডার্স। মুস্তাফিজের দল হায়দরাবাদ সাকিবদের বিরুদ্ধে গ্রুপ পর্বে জিততে না পারলেও এই আইপিএলে সাকিবের চেয়েও কিন্তু বড় তারকা মুস্তাফিজ। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বাংলাদেশের তরুণ এই বোলারকে নিয়ে। মুস্তাফিজের বল এখনো বুঝতে পারেন না কোনো ব্যাটসম্যান। কাটার মাস্টারের রহস্য কেউ ভেদ করতে পারেননি। কিন্তু গতকাল অ্যালিমিনেটরে মুস্তাফিজের শত্রু শিবিরে ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার কি কলকাতার ব্যাটসম্যানদের মুস্তাফিজ-রহস্য ফাঁস করে দিয়েছেন? কখনোই নয়। - See more at: http://www.bd-pratidin.com/sport-news/2016/05/26/147020#sthash.Ycx80D7a.dpuf
শেয়ার করুন