যেখানে মুস্তাফিজের ধারে কাছে কেউ নেই


আগামী ২৯ মে পর্দা নামবে আইপিএল নবম আসরের। আর মাত্র দুইটি ম্যাচ। এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কে পাবে এবারের আসরের পার্পল ক্যাপ। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কাটার মাস্টারের বল বুঝে শুনে খেলায় এই দৌঁড়ে এগিয়ে থেকেও পিছিয়ে পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এক দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন টাইগার পেসার। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীদের যে তালিকা করা হয়েছে সেখানে ১৬ উইকেট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ। এক নম্বরে থাকা মুস্তাফিজের সতীর্থ ভুবনেশ্বর কুমারের ঝুঁলিতে আছে ২১ উইকেট। সামনে এখনও দুটি ম্যাচ (পরের ম্যাচে জিতলে)। তাই র্শীর্ষে না যেতে পারলেও কাছাকাছি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কাটার মাস্টারের। তবে ইকোনোমিক রেটে সবাইকে পেছনে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। ২১ উইকেট নিয়ে শীর্ষে থাকা ভুবনেশ্বরের ইকোনোমিক রেট যেখানে ৭.৬২, সেখানে মুস্তাফিজের ৬.৭১ শতাংশ। শুধু তাই নয়, উইকেটের দিক থেকে সেরা ১৫ এর মধ্যে মুম্তাফিজের ধারে কাছে নেই বোলার। তালিকায় দ্বিতীয় (ওয়াটসন), তৃতীয় (চায়াল), চতুর্থ (কুলকার্নি) ও পঞ্চম (ম্যাকক্লেনেগহাম) স্থানে থাকা বোলারদের ইকোনোমিক রেট যথাক্রমে ৭.৯৭, ৮.০৫, ৭.৫৭ ও ৮.১৭ শতাংশ। সেখানে মুস্তাফিজের সাড়ে ৬ ইকোনোকিম রেট সত্যি প্রশংসার দাবিদার। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, মুস্তাফিজকে সমীহ করে খেলেন আইপিএলের সব বাঘা বাঘা ব্যাটসম্যান। ফলে অন্যদের ওভারে দ্রুত রান তুলতে গিয়ে তারা উইকেট হারান। এতে করে উইকেট বঞ্চিত হন মুস্তফিজ। কিন্তু প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির ফায়দা তুলে নেন অপর প্রান্তে থাকা হায়দরাবাদের পেসার ভুবনেশ্বরসহ অন্যরা। - See more at: http://www.bd-pratidin.com/sports/2016/05/26/147095#sthash.5ricnjLI.dpuf

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
ইহাই প্রথম পোষ্ট

ধরলা সেতু

ধরলা সেতু
ধরলা সেতু