d="stcpDiv" style="font-size: 16px; left: -1988px; position: absolute; top: -1999px;">
রাজশাহী কলেজ ছাত্রী হোস্টেলের এক ছাত্রীকে পিটিয়ে আহত করলেন ছাত্রলীগের নেত্রী ও তার সহযোগীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ হোস্টেলের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রীর নাম সাবিনা আক্তার। তিনি মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাকে পিটিয়েছেন ওই হোস্টেলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী ও ছাত্রলীগ নেত্রী শাবানা খাতুন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শাবানা বাইরে থেকে আরও কয়েকজন মেয়েকে নিয়ে এসে সাবিনাকে মারপিট করেন।
আহত সাবিনা জানান, বুধবার রাত ১২টার দিকে ১০৭ নম্বর কক্ষের বাইরে বসে মোবাইলে উচ্চস্বরে গান শুনছিলেন ছাত্রলীগ নেত্রী শাবানা খাতুন। এসময় ২০১ নম্বর কক্ষে থাকা সাবিনা তার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে মোবাইলে উচ্চস্বরে গান বাজানোর কারণে তার সমস্যা হচ্ছে উল্লেখ করে শাবানাকে গান বন্ধ করার জন্য অনুরোধ করেন।
এনিয়ে ছাত্রলীগ নেত্রী শাবানা ক্ষিপ্ত হয়ে সাবিনার সঙ্গে তর্ক শুরু করেন। এ ঘটনার পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে শাবানা বাইরে থেকে আরও ৮-১০ জন মেয়েসহ সাবিনার কক্ষে প্রবেশ করেন। এসময় তারা কয়েকজন মিলে সাবিনাকে পেটাতে পেটাতে হোস্টেলের প্রধান ফটকের সামনে নিয়ে আসেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে সাবিনাকে উদ্ধার করেন। মারপিটের পর ছাত্রলীগ নেত্রী শাবানা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার জন্যেও সাবিনাকে হুমকি দেন। তা না হলে তাকে আবারও পিটিয়ে হোস্টেল ছাড়া করা হবে বলে হুমকি দিয়ে চলে যান।
হোস্টেলের সুপারভাইজার জান্নাতুন নেসা বলেন, ‘বিষয়টি আমরা মীমাংসার চেষ্টা করছি। তবে ঘটনাটি দুঃখজনক।’
- See more at: http://www.bd-pratidin.com/city-news/2016/05/26/147115#sthash.zIUEIaqf.dpuf