বিদ্যুৎ বিচ্ছিন্ন কুড়িগ্রাম: ভোগান্তিতে মানুষজন


কুড়িগ্রাম-লালমনির হাট বিদ্যুৎ সংযোগ লাইনে ত্রুটির কারনে গত ২২ ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন সময় কাটছে কুড়িগ্রামের মানুষের। লাইনের ক্রটি সাড়তে আরো কয়েক ঘন্টা লাগবে বলে বিদ্যুৎ অফিসর সুত্রে জানা গেছে। সামান্য ঝড়ো-বাতাসে মঙ্গলবার সন্ধা ৬টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কুড়িগ্রাম জেলা। এরপর থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ লাইনে ক্রটি খোঁজার পর লালমনিরহাট জেলার বুড়ির বাজার এলাকায় লাইনের ত্রুটি ধরা পড়লেও তা সারতে আরো কয়েক ঘন্টা লাগবে বলে জানিয়েছে কুড়িগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, সামান্য বৃষ্টি কিংবা বাতাস হলেই বিদ্যুৎ চলে যায় আর আসার খবর থাকে না। বিদ্যুৎ অফিসে ফোন দিলেই বলে লাইনের সমস্যা। এ অবস্থায় কিভাবে ব্যবসা বানিজ্য চলতে পারে। কুড়িগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধার সময়কার ঝড়-বাতাসে লালমনিরহাটের বুড়ির বাজার এলাকায় বিদ্যুৎ লাইনের ইনস্যুলেটর ছিড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা ক্রটি সাড়ানোর কাজ করছি। সন্ধার পর সংযোগটি সচল করতে পারবো বলে আশা করছি। খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব কোন গ্রীড সাবস্টেশন না থাকায় লালমনিরহাট জেলার গ্রীড সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাছাড়া কুড়িগ্রাম থেকে লালমনিরহাট পর্যন্ত লাইনটি অনেক পুরনো হওয়ায় প্রায়শই লাইনের সমস্যা দেখা দেয়। আর তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এজেলার মানুষ। বছরের পর বছর বিদ্যুৎ নিয়ে এমন ভোগান্তি থেকে জেলাবাসীকে মুক্তি দিতে দ্রুত জেলায় আলাদা গ্রীড সাবস্টেশন বসানোর দাবী জেলা বাসীর

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট

ধরলা সেতু

ধরলা সেতু
ধরলা সেতু