মন ভালো নেই

মন ভালো নেই

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ
পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
এই শূন্য ঘরে, এই নির্বসনে
কতোকাল, আর কতোকাল!
আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,
উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত
কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই,
শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি।
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত
ডাকতে ডাকতে একশেষ;
কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না
এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি।
এ কী শান্তি তুমি আমাকে দিচ্ছো ঈশ্বর,
এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা!
তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই
আমি ভালোবাসতে চাই, পাগলের মতো
ভালোবাসতে চাই-
এই কি আমার অপরাধ!
আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক
মন ভালো নেই, মন ভালো নেই;
তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার
কথা ছিল-
আসা-যাওয়ার পথের ধারে
ফুল ফোটানো কথা ছিলো
সেসব কিছুই হলো না, কিছুই হলো না;
আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত
শুধু হাহাকার
শুধু শূন্যতা, শূন্যতা।
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে
দুই চোখ অন্ধ হয়ে গেলো,
সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না-
আজ সারাদিন বিষাদপর্ব, সারাদিন তুষারপাত-
মন ভালো নেই, মন ভালো নেই।

রবি সার্কেল আইডি হ্যাক

রবি সার্কেল আইডি হ্যাক

বন্ধুরা আজ আমি তোমাদের শিখাবো রবি সার্কেল এ কিভাবে যে কারোর আইডি নিজের অ্যাপ্স এ ব্যাভার করা যায়,,
তো শুরু করা যাক
,,প্রথমত তোমার ফোন টি মাস্ট বি রুট এক্সেস করা থাকতে হবে, তার পর গুগল প্লেস্টোর থেকে সার্কেল অ্যাপ ছারাও আরো দুটি অ্যাপ ইন্সটল করতে হবে।
১. apk editor
২. root explorer
তো ডাউলোড করে আমাকে জানান,,,নেক্সট এ শিখাবো কিভাবে কাজ করবেন।
ফেজবুকে আমি
---------- Atikur Jaman

All Android User ছোট মরিচে ঝাল বেশি!! মাত্র 1.3 MB এর চরম Picফটো ইডিটিং সফটওয়্যারঃSay Pro….. আসাধারণ Editing Softwere All In All..

All Android User ছোট মরিচে ঝাল বেশি!! মাত্র 1.3 MB এর চরম Picফটো ইডিটিং সফটওয়্যারঃSay Pro….. আসাধারণ Editing Softwere All In All..
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল
আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো
থাকেন TRickbd এর পক্ষ থেকে এই কামনা রইলো।

নিচ থেকে Softwere টি নামিয়ে নিন:
Click Here Download
এবার আসুন যেনে নেই App টি সম্পকে
হাই এন্ড্রয়েড ইউজার গন, আশা করি
এন্ড্রয়েড নিয়ে সুখে শান্তিতেই আছে।
আপনাদের খুশি আরো বাড়ানোর জন্য আজ
নিয়ে এলাম খুব ছোট, কিন্তু চরম কাজের
একটি ফটো ইডিটর!!!!
এই এপটি বিশেষ করে যাদের
স্মার্টফোনের র্যাম ও রম কম তাদের কাজে
আসবে বেশি। তাছাড়াও অন্যরাও ব্যবহার করে
দেখতে পারেন। খুবই লাইট ওয়েট এই এপটি
ছবি ইডিটিং এর জন্য খুবই ভাল। তো চলুন, আর
দেরী না করে আমরা ডিটেইলস রিভিউ এ যাইঃ
Application Name: PicSay Pro
Version: 1.7.0.5
Category: Photo Editor
Size: 1.28 MB
Play Store Price: 3.38$
এই এপ টি তে ১ম এই রয়েছে স্টার্ট পেজ,
যেখান থেকে অতি সহজেই আপনি
যেকোন ইমেজ সিলেক্ট বা ক্রিয়েট
করতে পারবেন।
এই এপটির Adjust অংশে রয়েছে অনেক
অপশন। আমি সাজেস্ট করব আপনারা নিজেরা
এই অপশন গুলো নিয়ে নাড়াচাড়া করুন।
নিজেরাই বুঝতে পারবেন কোনটার কি কাজ।
আরেকটা কথা, যে অপশন গুলোতে দুটো
অপশন অথবা দিয়ে দেওয়া আছে সেগুলো
উপরের একটি ট্যাব দ্বারা টোগল করা যায়, ওই
অপশন এ ঢোকার পর। আপনারা নিজেরাই ইউজ
করলে বুঝবেন আশা করি।
এই এপটি Effects অপশন এ আছে অসংখ্য
ইফেক্টস!!!
এই এপ এ অনেকগুলো Sticker এর অপশন
আছে। তবে এগুলো আপনাকে এপ
থেকে ডাউনলোড করে নিতে হবে।
এই হল শর্ট এপ এর শর্ট রিভিউ। আপনারা ইউজ
করলেই বুঝতে পারবেন ছোট মরিচে ঝাল
বেশি , কথাটা কতটা সত্যি। জাস্ট দুই একটা টাচ আপ
করে নিচের ফটো টা ইডিট করা হল। আমি
এতটা ভাল ইডিট করতে পারি নি। তবে আশা করি
খারাপ হয় নি।

আপুনি কি অ্যানড্রয়েড স্মার্টফোন কিনতে চাচ্ছেন?? তা হলে জেনে নিন কিনার আগে আপনার করনীয় কী?

আপুনি কি অ্যানড্রয়েড স্মার্টফোন কিনতে চাচ্ছেন?? তা হলে জেনে নিন কিনার আগে আপনার করনীয় কী?

দিন দিন অ্যানড্রয়েড স্মার্টফোনের গ্রাহকের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। অ্যানড্রয়েড স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

১ম- প্লেস্টোর-

লাখ লাখ ফ্রি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনের বিশাল ভাণ্ডার হচ্ছে ‘প্লে স্টোর’। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করার পর এখান থেকেই প্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। বিশেষ কিছু কাজে পেইড অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রয়োজন হয়।

২য়-মাল্টিটাস্কিং

– একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করাকে ‘মাল্টিটাস্কিং’ বলে। স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই মাল্টিটাস্কিং সুবিধা। এ সুবিধা পেতে ফোনের হোম বাটনটি চেপে ধরতে হবে। ফলে ফোনে চালু থাকা সব অ্যাপ্লিকেশন একসঙ্গে দেখা যাবে। যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করতে চান সেটি নির্বাচন করে কাজ শুরু করা যাবে। আবার কিছু কিছু ডিভাইসে নেভিগেশন বার থাকে। সেখানে হোম বাটন ছাড়া মাল্টিটাস্কিংয়ের জন্যও আলাদা বাটন থাকে।

৩য় -গুগল নাও

অ্যানড্রয়েডের আরেকটি সুবিধা ‘গুগল নাও’। এর মাধ্যমে ফোন স্পর্শ না করে কেবল ভয়েস কমান্ড (কথা বলে) ব্যবহার করেই এসএমএস পাঠানো, কল করা, ম্যাপের সাহায্যে লোকেশন সার্চ করা, ওয়েবে কিছু সার্চ করা যায়। শুধু ওয়েব নয়, ডিভাইসে থাকা কনট্যান্টগুলোও একইভাবে সার্চ করা যাবে। অ্যানড্রয়েডের ‘গুগল সার্চ’ ও ‘ভয়েস সার্চ’ ফিচারেও একই ধরনের সুবিধা রয়েছে। :-o

৪র্থ_স্টক ইউজার

– বর্তমানে অনেক ডিভাইসে বিভিন্ন ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়। তবে অ্যানড্রয়েডের জন্য ‘স্টক ইউজার’ ইন্টারফেসই বেশি জনপ্রিয়। অ্যানড্রয়েডের স্টক ইউজার ইন্টারফেসের মূল আকর্ষণ হলো এর ‘নোটিফিকেশন বার’। এই বারটি স্লাইড করলেই ‘মিসকল’, ‘এসএমএস’, ‘সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ’, ‘মেসেঞ্জার’, ‘অ্যাপ্লিকেশন আপডেট’ ইত্যাদির সব নোটিফিকেশন দেখা যায়। এ ছাড়া ডানে ও বামে স্লাইড করে নোটিফিকেশন গুলো ক্লিয়ার করা যায়। অনেক ডিভাইসে নোটিফিকেশন বারে ডিভাইস কন্ট্রোলার সেটিংস থাকে। সেখান থেকে সরাসরি ব্রাইটনেস কমানো- বাড়ানো ছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, অটো রোটেশন চালু কিংবা বন্ধ করার মতো ছোটখাটো কাজও করা যাবে।

আসা করি এই সব গুলা বিবেচনা করে যদি স্ম্রাট ফোন গুলা কিনেন! তা হলে আর আফছোছ করতে হবে না!

„„„„„„„„„„„„„„„„আতিক

ভয়ানক একটি লাশের কাহিনী

ভয়ানক একটি লাশের কাহিনী
আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা এক রিকশাওয়ালা আর এক লোকের ঘটনা ।
ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায়। যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি।
এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৭/৮ বছর আগে।
একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে
সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক
এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে। আমরা জানি যে
গ্রামে ৯টা/১০টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পরে।
তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল।
তারা দুজনই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা
দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ করে।
তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল,
তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপর পরা
একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে
লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল,
যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল! লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেও লাশটিকে এখানে ফেলে
রেখে গেছে। চল আমরা লাশটিকে নিয়ে দাফনের বেবস্থা করি।
কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল,
আমাকে আমার ভাড়া দিয়ে দেন। আমি এইসব লাশ নিয়ে যেতে
পারবনা। লোকটি তাকে বলল, ঠিক আছে তোমাকে ভাড়া ১০০ টাকা
বেশি দেব। একথা শুনে রিকশাওয়ালা লাশটি নিতে রাজি হয়।
তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে, লাশটি আপনাকেই
তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে তাই হবে। তারপর লোকটি
লাশের কাছে গিয়ে মুখের কাপর তুলতেই দেখতে পায় লাশটি
চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা
অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে
একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপরের
আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো
বেশ বড় বড়, যা কোন সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মত। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে
গিয়ে পরে। তার কথা শুনে লোকজন সেখানে যায়। কিন্তু অনেক
খোঁজাখুঁজি করেও সেখানে কোন লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়।

জেনে নিন বিচিত্র কিছু জানা-অজানা তথ্য

জেনে নিন বিচিত্র কিছু জানা-অজানা তথ্য
বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্টা……
লবণ
পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
কে-টু পাহাড়
সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।
বাঁশ
সবচেয়ে লম্বা ঘাসের নাম জানো? বাঁশ। এই ঘাস লম্বায় ১৩০ ফুটও হতে পারে

নেপোলিয়ন
নেপোলিয়ন বিড়ালকে বেশি ভয় পেত।
চা বাগান
দেশে প্রথম চা বাগান করা হয় সিলেটের মালনীছড়িতে।
কনসার্ট ফর বাংলাদেশ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার।
চুল
একজন মানুষের মাথার চুলে ধোয়া, ব্রাশ করা বা আঁচড়ানোর কারণে প্রতিদিন গড়ে ৭০ থেকে ১৫০টি পড়ে যায়।

জেনে নিন বিচিত্র কিছু জানা-অজানা তথ্য

জেনে নিন বিচিত্র কিছু জানা-অজানা তথ্য
বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্টা……
লবণ
পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
কে-টু পাহাড়
atik
সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।
বাঁশ
সবচেয়ে লম্বা ঘাসের নাম জানো? বাঁশ। এই ঘাস লম্বায় ১৩০ ফুটও হতে পারে।
নেপোলিয়ন
নেপোলিয়ন বিড়ালকে বেশি ভয় পেত।
চা বাগান
দেশে প্রথম চা বাগান করা হয় সিলেটের মালনীছড়িতে।
কনসার্ট ফর বাংলাদেশ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার।
চুল
একজন মানুষের মাথার চুলে ধোয়া, ব্রাশ করা বা আঁচড়ানোর কারণে প্রতিদিন গড়ে ৭০ থেকে ১৫০টি পড়ে যায়।

পৃথিবী নিয়ে অদ্ভুত কাহিনী!

পৃথিবী নিয়ে অদ্ভুত কাহিনী!
ছোট বেলা একটা গল্প শুনেছিলাম, কার কাছে বা ঠিক কবে তা মনে নেই। গল্পটা ছিল এই রকম যে পৃথিবী নাকি একটা গরুর দুইটা শিং এর উপর দাঁড়িয়ে আছে !! মাঝে মাঝে নাকি গরুর চুলকানী লাগলে বা অন্য কোন কারনে নড়াচড়া করলে তার শিং নড়ে উঠে এর ফলে নাকি ভুমিকম্প হয়। ব্যাপারটা তখন মেনে নিয়েছিলাম, মুক্ত বুদ্ধির চর্চা তখনও হয় নি কিনা। একটু বড় হবার পরে যখন মনে পড়ত তখন হাসতে থাকতাম। ইদানিং জানলাম তত্ত্বটা আসলেই ছিল । সাথেই থাকুন জানতে পারবেন তাহলে এই অদ্ভুত কাল্পনিক অদ্ভুত গল্পের পিছনে কারা ছিল।
বিশ্ব নিয়ে নিয়ে মানুষের ভাবনার অন্ত নেই । সেই আদি কাল থেকে শুরু হয়ে আজ অবধি চলছে, চলবে পৃথিবী ধ্বংসের মুহূর্ত পর্যন্ত। তাও মর্তের মানুষের এ গবেষনার শেষ পাওয়া যাবে না। অতিপ্রাচীনকাল থেকে একে নিয়ে নানা তত্ত্ব প্রদান করেছেন নানা সভ্যতার মানুষ। এই আধুনিকও যুগে আমরা কিছু দিন পর পর দেখা যাচ্ছে নতুন নতুন তথ্য পাচ্ছি। চলুন ঘুরে আসি আদিম যুগ থেকে। উল্লেখ্য তথ্যগুলো কিন্ত আমার নিজস্ব না, বিভিন্ন বই, সাইট থেকে পাওয়া শুধু নিজের ভাষায় বর্ণনা করা।
ব্যাবিলনীয়রা মনে করতো, এই বিশ্ব কঠিন মোড়কে ঢাকা একটি শামুকের মত। যার উপরে এবং নিচে রয়েছে পানি আর পানি। আমাদের পৃথিবীর অবস্থান হচ্ছে এই শামুকের কেন্দ্রে ঠিক একটা ফাঁপা পর্বতের মত। পৃথিবী পানিতে ভাসছে আর পৃথিবীর নীচের পানি ফোয়ারা ও ঝর্ণা হয়ে উঠে আসে। আমরা যে বৃষ্টি পাই সেটা হল উপরের পানি। পৃথিবীর উপরের পানি গোলকের ভিতর দিয়ে চুইয়ে চুইয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
মিশরীয়রা মনে করতো, এই বিশ্ব একটা চৌকোনা বাক্সের মত। পৃথিবী হল বাক্সটির মেঝে আর আকাশ হচ্ছে পৃথিবীর চার কোণের চারটি পা রেখে দাঁড়ানো একটি গরু, বা দুইটী কনুই ও দুইটি হাঁটু রেখে উবু হয়ে থাকা একটি নারী, বা লোহার পাতের একটি ঢাকনা। বাক্সটির ভেতরের দিকে দেওয়ালে রয়েছে এক ধরনের তাক দেওয়া গ্যালারি। এই গ্যালারি দিয়ে বয়ে যাচ্ছে একটি নদি। এই নদীর ওপর দিয়ে পানসি ভাসিয়ে যান সূর্যদেবতা ও চন্দ্রদেবতা। তাদের আসা-যাওয়ার জন্যে রয়েছে ভিন্ন ভিন্ন দরজা। গ্রহগুলি চলছে নৌকা ভাসিয়ে এক একটি খালের উপর দিয়ে। স্থির নক্ষত্রগুলি হচ্ছে বাতি, গোলক থেকে বা এক একজন দেবতার হাতে ধরা।
এবার আসি আমাদের ভারত বর্ষের ভাবনা নিয়ে। আমাদের উপমহাদেশের হিন্দুরা মনে করতো বাসুকি নামে একটি সাপ তার ফনার ওপর পৃথিবীকে ধরে আছে। চন্দ্রগ্রহণ হয় রাহু নামে একতা রাক্ষসের গ্রাসে। চন্দ্রেরর কলা হচ্ছে প্রজাপতি দক্ষের অভিশাপে চন্দ্রের ক্ষয়রোগগ্রাস্ত হওয়ার ফল ইত্যাদি। এদিকে চিনারা ভাবত একটি ড্রাগন সূর্যকে গ্রাস করে বলেই সূর্যগ্রহণ ঘটে। সমস্বরে চিৎকার জুড়ে দিয়ে তারা এই ড্রাগনকে তাড়াবার চেষ্টা করত।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই রকম অজস্র অঞ্চলে পৃথিবী , সূর্য , চাঁদ, গ্রহ, নক্ষত্র নিয়ে এমনি সব উদ্ভুট কাহিনী প্রচলিত ছিল। এসব কাহিনী যদিও বেশির ভাগ ক্ষেত্রেই উদ্ভুট তার পরও বোঝা যায় মানুষ অতি প্রাচীনকাল থেকে মহাবিশ্বকে নিয়ে ভাবতে শুরু করে। এই সব প্রচলিত ঘটনা থেকেই আস্তে আস্তে বর্তমানের আধুনিক মহাকাশ বিজ্ঞানের সূত্রপাত ঘটে।

কিভাবে একটা মেয়েকে হাসাতে পারেন ?

কিভাবে একটা মেয়েকে হাসাতে পারেন ?
১. তাকে বলুন সে সুন্দর। কখনও হট অথবা সেক্সি বলবেন না যদিও সে হয়ে থাকে। ২. তার হাত ধরুন এই ভাবান যে তাকে আপনি ভাল বাসেন। কখনও বুঝতে দিবেন না আপনি তাকে অন্য চোখে দেখছেন ৩. প্রতি দিন সকালে তাকে সুন্দও কবিতার লাইন আথবা ঘুম থেকে তুলে দেবার ভয়েস মেসেজ দিতে পারেন। তাতে বুঝতে পাওে আপনি তার প্রতি খুব টেক কেয়ারিং। ৪. তার কথাকে স্বাগত জানান তাকে জিততে দিন। ৫. কখনও তার পুর্বের ছেলে বন্ধুকে নিয়ে কথা শোনাবেন না এতে তার মনে ঝড় বইতে পারে। ৬. তার সাথে অন্তরঅঙ্গ সময় কাটানোর সময় কখনও অন্য মেয়ে নিয়ে কথা বলবেন না। ৭. তার চুল নিয়ে সুšদও কোন কথা বলতে পারেন। ৮. তাকে হাসেতে চেষ্টা করুন কারন আপনি তার হাসি দেখতে পছন্দ করেন। ৯. প্রত্যেক মেয়ে কম বেশী নতুন কাপর, গহনা এবং ঘুড়তে যেতে পছন্দ করে। ১০. তাকে নিয়ে বৃষ্টিতে ভিজুন ছাতা ছাড়া। ১১. তার জন্ম দিন মনে রাখবেন, তাকে বোঝাতে পারেন আপনি তার কন্ঠ শুনতে ভালবাসেন। ১২. তাকে যে আপনি কেয়ার করেন এটা কখনও বলবেন না শুধু দেখিয়ে যাবেন। এই কাজ গুলা করলে আসা করি কোন মেয়েকে পেতে আপনার সমস্যা হবে না যদি সে আপনার ভাগ্যে থাকে ।

Kurigram flood victims now suffer relief supply crunch

Kurigram flood victims now suffer relief supply crunch

Hundreds of thousands of flood victims are thronging residents of local public representatives for relief materials only to be turned away. Around 353 square kilometres of 53 Union Parishads in the district have been inundated, Kurigram's relief department official Magistrate Mizanur Rahman said. Flooding of 236 villages has affected at least 109,000 people while river erosion has rendered homeless 2,311 families. Brahmaputra River's water was flowing 1cm above the danger level on Saturday. Water level of Dudhkumar and Teesta has come down, said Water Development Board's Executive Engineer Abu Taher. Crops of 18,000 hectares of land have been damaged, according to the agricultural department. The local administration formed 85 medical teams to tackle water-borne diseases from spreading. Kurigram Deputy Commissioner ABM Azad said the government had allocated 300 metric tonnes of rice and Tk 400,000 in cash for the flood victims -- more than half of them already distributed. He said they have asked for another 200 metric tonnes of rice and Tk 2 million on an emergency basis. Jhunkar Char residents say 227 families have been marooned for seven days now. They are starving as most of the residents are day labourers. A bdnews24.com tour revealed many families were cooking once in three days. As the tube wells were underwater, many were drinking contaminated waters raising the risk of health hazards. Jatrapur Union's Ward No. 4 member 'Ershadul' said 580 families in his locality had been hit hard by floods. Of them, 98 families have lost everything to river erosion. "The government allocation is insufficient," said Ward No. 8 member ‘Anowar’. He said the victims were angry at them for failing to provide adequate relief. The gravity of the situation was aptly captured by Jatrapur Union's Chairman Abdul Gafur. "I'm under lots of pressure," he said. "I am having to live my life like a 'fugitive' from people. "Everywhere I go, the flood victims surround me for relief supplies. "Four thousand families have been affected by the flood but we got relief for only 400 families," he said.

বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতায় নারীদের ক্রিকেট টুর্নামেন্ট

বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতায় নারীদের ক্রিকেট টুর্নামেন্ট

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মরহুম বাচ্চু এমপি স্মৃতি বালিকা ক্রিকেট টূর্ণামেন্ট। শুক্রবার কচাকাটা দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। এ সময় কেদার ইউপি চেয়ারম্যান ওয়াজেদুল কবীর রাশেদের সভাপতিত্বে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মোঃ রহমুল্লাহ, কচাকাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল হক বক্তব্য রাখেন

ঘুর্ণিঝড়: ৫ ইউনিয়নের সহস্রাধিক বাড়িঘর তছনছ

ঘুর্ণিঝড়: ৫ ইউনিয়নের সহস্রাধিক বাড়িঘর তছনছ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘূর্ণিঝড়ে সহস্রাধিক বাড়ীঘর মাটিতে মিশে গেছে। আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। খোলা আকাশের নীচে অবস্থান করছে গৃহহীন মানুষগুলো। ঘূর্ণিঝড়ে শতাধিক হেক্টর পাকা বোরো ধান নষ্ট হয়ে গেছে। ভেঙে পড়েছে শতশত গাছপালা। বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই প্রলয়ঙ্করী ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার কালিগঞ্জ, বল্লভেরখাস, বেরুবাড়ী, নারায়ণপুর ও বামনডাঙ্গা ইউনিয়নসহ পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যায়। ঘটনার আকষ্মিতকায় ক্ষতিগ্রস্ত লোকজন দিশেহারা হয়ে পড়েছে। বেরুবাড়ী ইউনিয়নের গুচ্ছগ্রামসহ ৩ শতাধিক বাড়ীঘর মাটিতে মিশে যায়। শুক্রবার সারাদিন নারী ও শিশুরা খোলা আকাশেই অবস্থান করছিল। প্রাক্তন চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, খেটে খাওয়া মানুষগুলো ঘর হারিয়ে খোলা আকাশে মানবেতর জীবন যাপন করছে। দ্বীপচর নারায়ণপুর ইউনিয়নে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ্য পরিবারের তালিকা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে। কালিগঞ্জ ইউনিয়নের পাতালীপাড়া, ভেলকার চর, কাপালীপাড়া চরে ৩ শতাধিক ঘরবাড়ি একেবারে ভেঙে পড়ে গেছে। ভেলকার চরের আকবর আলী জানান, আমার থাকার ঘরসহ ৪টা ঘরই ধ্বসে পড়েছে। কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান নুর ইসলাম জানান, ছোট ছোট শিশুদের নিয়ে লোকজন করুণ অবস্থায় আছে। খাবার নাই। থাকার জায়গা নাই। আমরা তালিকা করছি। বৃহস্পতিবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উপজেলার ছয়টি ইউনিয়নের অর্ধশত গ্রামের উপর দিয়ে বয়ে যায় আকস্মিক ঘুর্ণিঝড়ে সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ্য হয়েছে। আহত হয়েছে অর্ধশত মানুষ। শতাধিক হেক্টর জমির ফসল নস্ট হয়ে গেছে। শতশত গাছ ভেঙ্গে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শণ করেছেন বামনডাঙ্গা ইউনিয়নের লুছনী, কুটি বামনডাঙ্গা, চরলুছনীতে শতাধিক ঘরবাড়ি পরে গেছে। ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চারটি গ্রামে অর্ধশত ঘরবাড়ী লন্ডভন্ড হয়েছে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সহস্রাধিক গাছ ভেঙ্গে পড়েছে। শতশত হেক্টর জমির ইরি বোরো পাকা ধান, পাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে আশ্রয়ে খোজে ছোটাছুটি করতে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মো. রহমতুল্লাহ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে জানান, শুক্রবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে বেরুবাড়ী ও কালিগঞ্জ ইউনিয়নে পরিদর্শন করেছি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। প্রায় ৫টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দ্রুত তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে

বিদ্যুৎ বিচ্ছিন্ন কুড়িগ্রাম: ভোগান্তিতে মানুষজন

বিদ্যুৎ বিচ্ছিন্ন কুড়িগ্রাম: ভোগান্তিতে মানুষজন

কুড়িগ্রাম-লালমনির হাট বিদ্যুৎ সংযোগ লাইনে ত্রুটির কারনে গত ২২ ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন সময় কাটছে কুড়িগ্রামের মানুষের। লাইনের ক্রটি সাড়তে আরো কয়েক ঘন্টা লাগবে বলে বিদ্যুৎ অফিসর সুত্রে জানা গেছে। সামান্য ঝড়ো-বাতাসে মঙ্গলবার সন্ধা ৬টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কুড়িগ্রাম জেলা। এরপর থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ লাইনে ক্রটি খোঁজার পর লালমনিরহাট জেলার বুড়ির বাজার এলাকায় লাইনের ত্রুটি ধরা পড়লেও তা সারতে আরো কয়েক ঘন্টা লাগবে বলে জানিয়েছে কুড়িগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, সামান্য বৃষ্টি কিংবা বাতাস হলেই বিদ্যুৎ চলে যায় আর আসার খবর থাকে না। বিদ্যুৎ অফিসে ফোন দিলেই বলে লাইনের সমস্যা। এ অবস্থায় কিভাবে ব্যবসা বানিজ্য চলতে পারে। কুড়িগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধার সময়কার ঝড়-বাতাসে লালমনিরহাটের বুড়ির বাজার এলাকায় বিদ্যুৎ লাইনের ইনস্যুলেটর ছিড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা ক্রটি সাড়ানোর কাজ করছি। সন্ধার পর সংযোগটি সচল করতে পারবো বলে আশা করছি। খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব কোন গ্রীড সাবস্টেশন না থাকায় লালমনিরহাট জেলার গ্রীড সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাছাড়া কুড়িগ্রাম থেকে লালমনিরহাট পর্যন্ত লাইনটি অনেক পুরনো হওয়ায় প্রায়শই লাইনের সমস্যা দেখা দেয়। আর তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এজেলার মানুষ। বছরের পর বছর বিদ্যুৎ নিয়ে এমন ভোগান্তি থেকে জেলাবাসীকে মুক্তি দিতে দ্রুত জেলায় আলাদা গ্রীড সাবস্টেশন বসানোর দাবী জেলা বাসীর

সাকিবের চেয়ে এগিয়ে মুস্তাফিজ

সাকিবের চেয়ে এগিয়ে মুস্তাফিজ

বাংলাদেশে এখন আইপিএলের যে জনপ্রিয়তা তা দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের জন্যই। তাই এদেশের ক্রিকেটামোদীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম সান রাইজার্স হায়দরাবাদ। এই দুই দল যখন মুখোমুখি হয় তখন বাংলাদেশের দর্শকদের কাছে ম্যাচে জয়-পরাজয়ের চেয়ে সাকিব-মুস্তাফিজের পারফরম্যান্সই বড় বিষয় হয়ে যায়। গতকাল অ্যালিমিনেটরে কলকাতা-হায়দরাবাদ মুখোমুখি হওয়ার আগে দুই দলের গ্রুপ পর্বে দুবার দেখা হয়েছিল। অবশ্য দুবারই জয় পেয়েছে সাকিব আল হাসানের নাইট রাইডার্স। মুস্তাফিজের দল হায়দরাবাদ সাকিবদের বিরুদ্ধে গ্রুপ পর্বে জিততে না পারলেও এই আইপিএলে সাকিবের চেয়েও কিন্তু বড় তারকা মুস্তাফিজ। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বাংলাদেশের তরুণ এই বোলারকে নিয়ে। মুস্তাফিজের বল এখনো বুঝতে পারেন না কোনো ব্যাটসম্যান। কাটার মাস্টারের রহস্য কেউ ভেদ করতে পারেননি। কিন্তু গতকাল অ্যালিমিনেটরে মুস্তাফিজের শত্রু শিবিরে ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার কি কলকাতার ব্যাটসম্যানদের মুস্তাফিজ-রহস্য ফাঁস করে দিয়েছেন? কখনোই নয়। - See more at: http://www.bd-pratidin.com/sport-news/2016/05/26/147020#sthash.Ycx80D7a.dpuf

কলেজ হোস্টেলে ছাত্রী পেটালেন ছাত্রলীগ নেত্রী

কলেজ হোস্টেলে ছাত্রী পেটালেন ছাত্রলীগ নেত্রী

d="stcpDiv" style="font-size: 16px; left: -1988px; position: absolute; top: -1999px;">
রাজশাহী কলেজ ছাত্রী হোস্টেলের এক ছাত্রীকে পিটিয়ে আহত করলেন ছাত্রলীগের নেত্রী ও তার সহযোগীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ হোস্টেলের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রীর নাম সাবিনা আক্তার। তিনি মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাকে পিটিয়েছেন ওই হোস্টেলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী ও ছাত্রলীগ নেত্রী শাবানা খাতুন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শাবানা বাইরে থেকে আরও কয়েকজন মেয়েকে নিয়ে এসে সাবিনাকে মারপিট করেন।
আহত সাবিনা জানান, বুধবার রাত ১২টার দিকে ১০৭ নম্বর কক্ষের বাইরে বসে মোবাইলে উচ্চস্বরে গান শুনছিলেন ছাত্রলীগ নেত্রী শাবানা খাতুন। এসময় ২০১ নম্বর কক্ষে থাকা সাবিনা তার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে মোবাইলে উচ্চস্বরে গান বাজানোর কারণে তার সমস্যা হচ্ছে উল্লেখ করে শাবানাকে গান বন্ধ করার জন্য অনুরোধ করেন।
এনিয়ে ছাত্রলীগ নেত্রী শাবানা ক্ষিপ্ত হয়ে সাবিনার সঙ্গে তর্ক শুরু করেন। এ ঘটনার পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে শাবানা বাইরে থেকে আরও ৮-১০ জন মেয়েসহ সাবিনার কক্ষে প্রবেশ করেন। এসময় তারা কয়েকজন মিলে সাবিনাকে পেটাতে পেটাতে হোস্টেলের প্রধান ফটকের সামনে নিয়ে আসেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে সাবিনাকে উদ্ধার করেন। মারপিটের পর ছাত্রলীগ নেত্রী শাবানা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার জন্যেও সাবিনাকে হুমকি দেন। তা না হলে তাকে আবারও পিটিয়ে হোস্টেল ছাড়া করা হবে বলে হুমকি দিয়ে চলে যান।
হোস্টেলের সুপারভাইজার জান্নাতুন নেসা বলেন, ‘বিষয়টি আমরা মীমাংসার চেষ্টা করছি। তবে ঘটনাটি দুঃখজনক।’
- See more at: http://www.bd-pratidin.com/city-news/2016/05/26/147115#sthash.zIUEIaqf.dpuf

যেখানে মুস্তাফিজের ধারে কাছে কেউ নেই

যেখানে মুস্তাফিজের ধারে কাছে কেউ নেই

আগামী ২৯ মে পর্দা নামবে আইপিএল নবম আসরের। আর মাত্র দুইটি ম্যাচ। এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কে পাবে এবারের আসরের পার্পল ক্যাপ। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কাটার মাস্টারের বল বুঝে শুনে খেলায় এই দৌঁড়ে এগিয়ে থেকেও পিছিয়ে পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এক দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন টাইগার পেসার। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীদের যে তালিকা করা হয়েছে সেখানে ১৬ উইকেট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ। এক নম্বরে থাকা মুস্তাফিজের সতীর্থ ভুবনেশ্বর কুমারের ঝুঁলিতে আছে ২১ উইকেট। সামনে এখনও দুটি ম্যাচ (পরের ম্যাচে জিতলে)। তাই র্শীর্ষে না যেতে পারলেও কাছাকাছি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কাটার মাস্টারের। তবে ইকোনোমিক রেটে সবাইকে পেছনে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। ২১ উইকেট নিয়ে শীর্ষে থাকা ভুবনেশ্বরের ইকোনোমিক রেট যেখানে ৭.৬২, সেখানে মুস্তাফিজের ৬.৭১ শতাংশ। শুধু তাই নয়, উইকেটের দিক থেকে সেরা ১৫ এর মধ্যে মুম্তাফিজের ধারে কাছে নেই বোলার। তালিকায় দ্বিতীয় (ওয়াটসন), তৃতীয় (চায়াল), চতুর্থ (কুলকার্নি) ও পঞ্চম (ম্যাকক্লেনেগহাম) স্থানে থাকা বোলারদের ইকোনোমিক রেট যথাক্রমে ৭.৯৭, ৮.০৫, ৭.৫৭ ও ৮.১৭ শতাংশ। সেখানে মুস্তাফিজের সাড়ে ৬ ইকোনোকিম রেট সত্যি প্রশংসার দাবিদার। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, মুস্তাফিজকে সমীহ করে খেলেন আইপিএলের সব বাঘা বাঘা ব্যাটসম্যান। ফলে অন্যদের ওভারে দ্রুত রান তুলতে গিয়ে তারা উইকেট হারান। এতে করে উইকেট বঞ্চিত হন মুস্তফিজ। কিন্তু প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির ফায়দা তুলে নেন অপর প্রান্তে থাকা হায়দরাবাদের পেসার ভুবনেশ্বরসহ অন্যরা। - See more at: http://www.bd-pratidin.com/sports/2016/05/26/147095#sthash.5ricnjLI.dpuf

ধরলা সেতু

ধরলা সেতু
ধরলা সেতু