বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতায় নারীদের ক্রিকেট টুর্নামেন্ট
ঘুর্ণিঝড়: ৫ ইউনিয়নের সহস্রাধিক বাড়িঘর তছনছ
বিদ্যুৎ বিচ্ছিন্ন কুড়িগ্রাম: ভোগান্তিতে মানুষজন
সাকিবের চেয়ে এগিয়ে মুস্তাফিজ
কলেজ হোস্টেলে ছাত্রী পেটালেন ছাত্রলীগ নেত্রী
d="stcpDiv" style="font-size: 16px; left: -1988px; position: absolute; top: -1999px;">
রাজশাহী কলেজ ছাত্রী হোস্টেলের এক ছাত্রীকে পিটিয়ে আহত করলেন ছাত্রলীগের নেত্রী ও তার সহযোগীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ হোস্টেলের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত ওই ছাত্রীর নাম সাবিনা আক্তার। তিনি মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাকে পিটিয়েছেন ওই হোস্টেলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী ও ছাত্রলীগ নেত্রী শাবানা খাতুন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শাবানা বাইরে থেকে আরও কয়েকজন মেয়েকে নিয়ে এসে সাবিনাকে মারপিট করেন।
আহত সাবিনা জানান, বুধবার রাত ১২টার দিকে ১০৭ নম্বর কক্ষের বাইরে বসে মোবাইলে উচ্চস্বরে গান শুনছিলেন ছাত্রলীগ নেত্রী শাবানা খাতুন। এসময় ২০১ নম্বর কক্ষে থাকা সাবিনা তার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে মোবাইলে উচ্চস্বরে গান বাজানোর কারণে তার সমস্যা হচ্ছে উল্লেখ করে শাবানাকে গান বন্ধ করার জন্য অনুরোধ করেন।
এনিয়ে ছাত্রলীগ নেত্রী শাবানা ক্ষিপ্ত হয়ে সাবিনার সঙ্গে তর্ক শুরু করেন। এ ঘটনার পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে শাবানা বাইরে থেকে আরও ৮-১০ জন মেয়েসহ সাবিনার কক্ষে প্রবেশ করেন। এসময় তারা কয়েকজন মিলে সাবিনাকে পেটাতে পেটাতে হোস্টেলের প্রধান ফটকের সামনে নিয়ে আসেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে সাবিনাকে উদ্ধার করেন। মারপিটের পর ছাত্রলীগ নেত্রী শাবানা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার জন্যেও সাবিনাকে হুমকি দেন। তা না হলে তাকে আবারও পিটিয়ে হোস্টেল ছাড়া করা হবে বলে হুমকি দিয়ে চলে যান।
হোস্টেলের সুপারভাইজার জান্নাতুন নেসা বলেন, ‘বিষয়টি আমরা মীমাংসার চেষ্টা করছি। তবে ঘটনাটি দুঃখজনক।’
- See more at: http://www.bd-pratidin.com/city-news/2016/05/26/147115#sthash.zIUEIaqf.dpufযেখানে মুস্তাফিজের ধারে কাছে কেউ নেই
আগামী ২৯ মে পর্দা নামবে আইপিএল নবম আসরের। আর মাত্র দুইটি ম্যাচ। এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কে পাবে এবারের আসরের পার্পল ক্যাপ। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কাটার মাস্টারের বল বুঝে শুনে খেলায় এই দৌঁড়ে এগিয়ে থেকেও পিছিয়ে পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এক দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন টাইগার পেসার। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীদের যে তালিকা করা হয়েছে সেখানে ১৬ উইকেট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ। এক নম্বরে থাকা মুস্তাফিজের সতীর্থ ভুবনেশ্বর কুমারের ঝুঁলিতে আছে ২১ উইকেট। সামনে এখনও দুটি ম্যাচ (পরের ম্যাচে জিতলে)। তাই র্শীর্ষে না যেতে পারলেও কাছাকাছি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কাটার মাস্টারের। তবে ইকোনোমিক রেটে সবাইকে পেছনে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। ২১ উইকেট নিয়ে শীর্ষে থাকা ভুবনেশ্বরের ইকোনোমিক রেট যেখানে ৭.৬২, সেখানে মুস্তাফিজের ৬.৭১ শতাংশ। শুধু তাই নয়, উইকেটের দিক থেকে সেরা ১৫ এর মধ্যে মুম্তাফিজের ধারে কাছে নেই বোলার। তালিকায় দ্বিতীয় (ওয়াটসন), তৃতীয় (চায়াল), চতুর্থ (কুলকার্নি) ও পঞ্চম (ম্যাকক্লেনেগহাম) স্থানে থাকা বোলারদের ইকোনোমিক রেট যথাক্রমে ৭.৯৭, ৮.০৫, ৭.৫৭ ও ৮.১৭ শতাংশ। সেখানে মুস্তাফিজের সাড়ে ৬ ইকোনোকিম রেট সত্যি প্রশংসার দাবিদার। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, মুস্তাফিজকে সমীহ করে খেলেন আইপিএলের সব বাঘা বাঘা ব্যাটসম্যান। ফলে অন্যদের ওভারে দ্রুত রান তুলতে গিয়ে তারা উইকেট হারান। এতে করে উইকেট বঞ্চিত হন মুস্তফিজ। কিন্তু প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির ফায়দা তুলে নেন অপর প্রান্তে থাকা হায়দরাবাদের পেসার ভুবনেশ্বরসহ অন্যরা। - See more at: http://www.bd-pratidin.com/sports/2016/05/26/147095#sthash.5ricnjLI.dpuf
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)